প্রতিষ্ঠানের ইতিহাস
বিদ্যালয়ের ইতিহাস
বালুসাইর উচ্চ বিদ্যালয় নরসিংদী সদর উপজেলাধীন মহিষাশুড়া ইউনিয়নে অবস্থিত একমাত্র উচ্চ বিদ্যালয়। এটি অত্র এলাকারই এক মহান ব্যক্তির হাতে প্রতিষ্ঠিত হয়। জনাব মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু সরকারের মাননীয় সচিব, সংস্থাপন মন্ত্রনালয়, ১৯৭৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এলাকার সর্বস্তরের জনগন তাকে একাজে সহায়তা করেন। জনাব গোলজার হোসেন ভূঁইয়া, জনাব খন্দকার আব্দুল মুকতাদির প্রমুখ ব্যক্তি একাজে স্বক্রিয় ভুমিকা রাখেন। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এ গ্রামেরই আরেক সম্মানিত ব্যক্তি জনাব ব্যারিস্টার মোঃ মুনিরুজ্জামান খান ; যিনি বিদ্যালয়ের একজন সর্বোচ্চ অনুদান প্রদানকারী। তার জমির উপরেই বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৪০০। বিদ্যালয়ের জে এস সি ও এস এস সি ফলাফলও সন্তোষজনক।